ফুলওয়ালি অপেক্ষাকৃত একটা ছোট গ্রামে থাকে। সে যখন একজন সাথী হিসাবে শুরু করে, তখন মহিলাদের যে ইন্টারনেট শেখার আদৌ প্রয়োজনীয়তা আছে বলেই বিশ্বাস করতো না তার পরিবার। এখন অনেক গ্রামে সে সন্মানিত কারন সে বহু মহিলাদের ও তাদের পরিবারের জীবনযাত্রাকে আমূল বদলে দিয়েছে।

অন্য অনেকের সাথে, ফুলওয়ালী স্কুলের ছাত্রীদের ইন্টারনেটের ব্যবহার শেখায়। সে তাদের পরীক্ষাকেন্দ্র, পরীক্ষার দিন ও তারিখ, এবং পরীক্ষার ফল সম্পর্কে তথ্য পেতে শিখিয়েছে যার ফলে তাদের আর শহরে গিয়ে বিশদ জানার প্রয়োজন হয় না।

সংশ্লিষ্ট অন্যান্য কাহিনী

সবকিছু দেখুন
/images/stories/thumbs/sarita.jpg

সরিতা

তার গ্রামবাসীদের ফলন বাড়াবার জন্য সহায়তা করা।
/images/stories/thumbs/buiji.jpg

বুজ্জি

মহিলাদের আয়ের সম্ভাবনা বাড়াতে সাহায্য করে
/images/stories/thumbs/chetna.jpg

চেতনা

রোগের আরোগ্যের জন্য গ্রামের অন্যদের সহায়তা করা।